Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে মিথ্যা মামলায় করায়, মামলাবাজ মহিলার এক বছরের সশ্রম কারাদণ্ড

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সুনামগঞ্জে মিথ্যা মামলায় করায়, মামলাবাজ মহিলার এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৭ মার্চ দোয়ারাবাজার উপজেলার গোপীনগর গ্রামের বিল্লাল আহম্মদের স্ত্রী মোছা. হামিদা বেগম একই গ্রামের মো. ছালেক মিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলাটির প্রতিবেদন দেয়ার পর আদালত সেই মামলাটি খারিজ করে দেন। পরে হয়রানির শিকার ছালেক মিয়া বাদী হয়ে মোছা. হামিদা বেগমের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন। মিথ্যা মামলা দায়ের করার অপরাধে আসামী মোছা. হামিদা বেগমকে এক বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় হামিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং আদালতের আদেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. নান্টু রায়। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. নাজমুল হুমা হিমেল।আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৭ মার্চ দোয়ারাবাজার উপজেলার গোপীনগর গ্রামের বিল্লাল আহম্মদের স্ত্রী মোছা. হামিদা বেগম একই গ্রামের মো. ছালেক মিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলাটির প্রতিবেদন দেয়ার পর আদালত সেই মামলাটি খারিজ করে দেন। পরে হয়রানির শিকার ছালেক মিয়া বাদী হয়ে মোছা. হামিদা বেগমের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন। মিথ্যা মামলা দায়ের করার অপরাধে আসামী মোছা. হামিদা বেগমকে এক বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় হামিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং আদালতের আদেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. নান্টু রায়। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. নাজমুল হুমা হিমেল।

Exit mobile version