Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সেলফি জ্বরে ভূগছে বিশ্ব,বাড়ছে মানসিক অসুখ ও মৃত্যু !

তথ্যপ্রযুক্তি ডেস্ক::সেলফি জ্বরে ভুগছে বিশ্ব। আর এই সেলফিকে নিয়ে বাড়ছে মানসিক অসুখ। সামান্য ছবি তোলার বিষয় নিয়ে ঝগড়া, বিচ্ছেদ এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিশ্বে সেলফি তুলতে গিয়ে উঁচু স্থান থেকে পড়ে অথবা নদীতে পড়ে মৃত্যুর ঘটনা এখন বেশ নিয়মিত শোনা যাচ্ছে। যত দুর্ঘটনার পরিমাণ বাড়ছে, সেলফি তোলার প্রবণতাও ততই বাড়ছে।
সেলফি মানে তো হালকা আঙুলের ছোঁয়া। ফ্রন্ট ক্যামেরায় এক ক্লিকেই ছবি। তারপর ফেসবুকের দেওয়ালে আলতো আপলোড। ব্যস। দুনিয়া জেনে গেল আপনার কারেন্ট স্ট্যাটাস। কী করছেন, কোথায় আছেন, কেমন আছেন। গুচ্ছের লাইক, কমেন্টস নিমেষে হাজির।
অথচ এই সেলফির কারণে সৃষ্টি হচ্ছে বিভিন্ন মানসিক সমস্যা। সেলফি মানুষের মধ্যে আত্মকেন্দ্রিক এক স্বভাব তৈরি করছে বলে জানিয়েছে এক দল গবেষক। তাদের মতে সেলফির কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতাও বেড়ে যেতে পারে।
ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ে হওয়া গবেষণা পত্রটিতে বলা হয়েছে, এমনিতেই বর্তমানে মানুষ নিজের গেজেটকে সঙ্গী করার কারণে প্রায় ভুলতেই বসেছে পাশে বসে থাকা বন্ধুকে। আর সেই প্রবণতাকে আরো বাড়িয়ে দিচ্ছে সেলফি। সেলফির প্রতি আসক্ত বেশি হলে সেই সন্তানকে নিয়ে মন চিকিৎসকের সঙ্গে দেখা করারও পরামর্শ দেয় তারা। জি নিউজ।

Exit mobile version