Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাওরে দুর্দশাগ্রস্থ কৃষকের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশ হাসাপাতাল ও ক্লিনিকের পরিচালক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় তিনি হাওরাঞ্চলের দুর্দশাগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা ঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে কী-না এসব বিষয়ে খোঁজ খবর নেন। তিনি বলেন,‘কোন কৃষক পরিবারের সদস্য যেন চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে খোঁজ খবর নেবার জন্যই স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা এসেছি।’
পরিদর্শন শেষে ডা. কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সেখানে দুর্দশাগ্রস্ত মানুষের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা করা না গেলে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হবে, এখানেও সকল প্রকার চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গৌতম রায়, সদর হাসপাতলের সহকারি পরিচালক ডা. সুচিন্ত চৌধুরী, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, সিনিয়র কন্সালটেন্ট (সার্জারী) ডা.বিশ্বজিৎ গোলদার, ডা.ইমদাদ হোসেন, জুনিয়র কন্সালটেন্ট ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, ডা. ফরিদ উদ্দিন, মেডিকেল অফিসার জহরলাল দাস, সাইদুর রহমান প্রমুখ।

Exit mobile version