Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হিটলারের জার্মানির পথে এগোচ্ছে ভারত:নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক

নোবেল জয়ের পর তিনি জানিয়েছিলেন, জেএনইউ তাঁকে বহুত্ববাদ শিখিয়েছে, শিখিয়েছে জাতপাতের উর্ধ্বে উঠার চেতনা। সেই বিশ্ববিদ্যালয়ই আজ রক্তাক্ত। ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থী ও অধ্যাপিকাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যা দেখে স্তম্ভিত নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা জেএনইউ-এর প্রাক্তন শিক্ষার্থী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
রবিবারের ঘটনা নিয়ে চরম ক্ষুব্ধ অভিজিৎ স্পষ্টতই বললেন, ‘যা পরিস্থিতি তাতে দেখে মনে হচ্ছে ভারত এখন নাৎসি জার্মানি হওয়ার পথে এগোচ্ছে!’একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দাবি তোলেন, নরেন্দ্র মোদী সরকারের উচিৎ সত্য সামনে আনা। সেইসঙ্গেই তাঁর সংযোজন, ‘আমার মনে হয় গোটা বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি নিয়ে ভাবার সময় এসে গিয়েছে। আমরা যেন জার্মানির নাৎসি জমানার প্রতিধ্বনি শুনতে পারছি ভারতে বসে।’

রবিবারের হামলায় আহত প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করেছেন নোবেলজয়ী বাঙালি। তাঁর কথায়, ‘এত বড় একটি ঘটনা। সমস্ত তথ্য সামনে আনা উচিৎ সরকারের।’

কালের কণ্ঠ

Exit mobile version