Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হোটেলে মরা মুরগি, ১০ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুর২৪ ডেস্ক:: চট্টগ্রামে একটি হোটেলে অভিযান চালিয়ে মৃত মুরগি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মরা মুরগি রাখার দায়ে হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার হোটেল জামান থেকে কয়েকটি মৃত মুরগি জব্দ করা হয়।

এছাড়া পাশের ‘মক্কা হোটেল’ নামে আরও একটি হোটেলকে দই প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন খামার, মুরগি পরিবহনের গাড়ি ও দোকান থেকে মরা মুরগি সংগ্রহ করে চিহ্নিত কিছু হোটেলে কম দামে সরবরাহ করে আসছে এমন অভিযোগ ছিল।

হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা স্বীকার করেছেন যে, কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য মরা মুরগি সংগ্রহ করা হয়েছে।

সরেজমিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, মুরগিগুলোর মাংসের রং একেবারে সাদা হয়ে গেছে। আরেকটু হলে পচন ধরত। হোটেলটির কিচেনের পরিবেশও অত্যন্ত নোংরা। এসব অভিযোগে জামান হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার জানান, মুরাদপুর জামান হোটেলকে মরা মুরগি রাখাসহ নানা অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পাশের মক্কা হোটেলকে নিজেদের তৈরি দইয়ের কৌটায় উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Exit mobile version