Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

২০০ টাকার জন্য প্রাণ গেল পান ব্যবসায়ীর

জগন্নাথপুর২৪ ডেস্ক :: ঝিনাইদহে ২০০ টাকার জন্য ছিনতাইকারীদের হাতে প্রাণ গেল পান ব্যবসায়ীর। রোববার ভোর ৫টার দিকে শহরের সরকারি কেসি কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন সরদার (৪৩) হরিণাকুণ্ডু উপজেলার কাশিপুর গ্রামের তকিম সরদারের ছেলে।

ঝিনাইদহের এএসপি আজবাহার আলী শেখ জানান, নিহত জালাল উদ্দিন নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে পান বোঝাই করে বিক্রি করার জন্য ঝিনাইদহহাটে আসছিলেন। পথে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় জালাল উদ্দিনের কাছে ছিল মাত্র ২০০ টাকা। ছিনতাইকারীরা তার কাছ থেকে সেই টাকা ছিনিয়ে নেয়। এতে সে চিৎকার করলে তার বুকের ডান দিকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনার কিছু সময় পর পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফারড করা হয়। সকাল ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে চিহ্নিত করা হয়েছে। তাকে আটক করার জন্য অভিযান চলছে। এ বিষয়ে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
0Shares

Exit mobile version