Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘৩২ ধারায় সাংবাদিকদের টার্গেট করা হয়নি’

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সাংবাদিকদের টার্গেট করে করা হয়নি বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘ল রিপোর্টার্স’ ফোরাম (এলআরএফ) আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় সাংবাদিকদের টার্গেট করা হয়নি। তাহলে কেন আপনারা এটাকে নিজেদের ঘাড়ে নিচ্ছেন? আজ থেকে যতদিন আমি বেঁচে থাকি ততদিনের মধ্যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধারার অধীনে মামলা হলে বিনা পয়সায় তার পক্ষে আমি আদালতে দাঁড়াবো।

তিনি আরো বলেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যদি গুপ্তচরবৃত্তির ক্ষেত্রেই এই ধারা প্রযোজ্য। যেমন, রিজার্ভ ব্যাংকের টাকা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে লুট করা হয়েছে। এক্ষেত্রে কি আমরা ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করবো না?
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সব অপরাধ দ-বিধি আইনে রয়েছে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ওই অপরাধগুলো হলে তার বিচারের সুযোগ দ-বিধিতে ছিল।
তবে এখন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সেসব অপরাধের বিচার হবে।

Exit mobile version