Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৬ বলে ৬ উইকেট!

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ছয় বলে ছয় ছক্কা হাঁকানো কম দেখেনি ক্রিকেটবিশ্ব। গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং থেকে অ্যালেক্স হেলস- ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই এই কীর্তি গড়েছেন। তাই বলে ৬ বলে ৬ উইকেট শিকার! কোনো বোলার হয়তো স্বপ্নেও এমনটা কল্পনা করেননি। তবে বাস্তবে সেটাই করে দেখিয়েছেন লুক রবিনসন। টানা ছয় বলে ৬ উইকেট নিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েন ১৩ বছর বয়সী এই তরুণ।

ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাব অনূর্ধ্ব-১৩ দলের হয়ে খেলেন রবিনসন। শুক্রবার ইংল্যান্ডের উত্তর-পূর্বের ডারহাম শহরের অদূরে ল্যাংলি পার্ক অনূর্ধ্ব-১৩ দলের বিপক্ষে একটি ম্যাচে টানা ৬ বলে ৬ উইকেট নিয়ে এই অবিশ্বাস্য নজির গড়েন রবিনসন।

রবিনসন যখন বোলিং করছিলেন তখন আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন তার বাবা স্টিফেন। টানা পাঁচ বলে ৫ উইকেট পাওয়ার পর ‘নার্ভাসনেস’ পেয়ে বসে রবিনসনকে। তবে ওভারের শেষ বলেও উইকেট নিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েন তিনি। সবমিলিয়ে ৩ ওভার বোলিং করে দুটি মেডেনসহ ১ রান দিয়ে ৬ উইকেট নেন এই বিস্ময় বালক। চোখ কপালে ওঠার মতো বোলিং ফিগার।

আগে ব্যাটিংয়ে নেমে ফিলাডেলফিয়া অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ক্লাব ৭৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে রবিনসনের অবিশ্বাস্য কীর্তির দিনে মাত্র ১৮ রানেই গুটিয়ে যায়ল্যাংলি পার্ক অনূর্ধ্ব-১৩ দল। এই জয়ের ফলে কাপের সেমিফাইনালে জায়গা করে নেয় রবিনসনের দল।

Exit mobile version