জগন্নাথপুর২৪ ডেস্ক::
সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের বিশাল টার্গেট দিয়েছে টাইগাররা। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে এটাই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচে ৮ উইকেটে ৩৩৩ রান তুলেছিল টাইগাররা। অবশ্য এদিন ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪৯ রানে বিদায় নেন দুই ওপেনার তামিম ও লিটন। ক্যাপ্টেন তামিম ইনিংসের শুরুতেই ব্যক্তিগত ৩ রান করে বিদায় নেন। এরপর লিটন সাজঘরে ফেরেন ২৬ রান করে। শুরুতেই দুই উইকেট হারিয়ে নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসার দলের হাল ধরেন।
দারুণ ব্যাট করে দলীয় ৮১ রানে বিদায়র মাথায় ব্যক্তিগত ২৫ রান করে ফেরেন শান্ত। এরপর অভিষিক্ত তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে দারুণ জুটি গড়েন সাকিব আল হাসান। তারা ১২৫ বলে ১৩৫ রানে অসাধারণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। কিন্তু অল্পের জন্য দুজনই সেঞ্চুরি বঞ্চিত হন। ৩৭.২ ওভারে দলীয় ২১৬ রানের মথায় ব্যক্তিগত ৯৩ রানের ইনিংস উপহার দিয়ে বিদায় নেন সাকিব।
তার ৮৯ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি রয়েছে। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তুলেন হৃদয়। মুশফিক ২৬ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংসে খেলে বিদায় নিলে হৃদয়ও সেঞ্চুরি বঞ্চিত হয়ে ফেরেন। অভিষেক ম্যাচেই ৯২ রানের নান্দনিক ইনিংস খেলেন ৮৫ বলে ৮ বাউন্ডারি ও দুই ছক্কায়।
তখন দলীয় রান ৬ উইকেটে ৪৫.৫ ওভারে ৩১১ রান। শেষ দিকে ইয়াসির ১০ বলে ১৭ করে সাজঘরে ফেরেন। তাকিন ৭ বলে বিদায় নেন ১১ করে। নাসুম ১১ ও মোস্তাফিজ ১ রান করে অপরাজিত থাকেন।