1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন দিরাইয়ের মমতা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন দিরাইয়ের মমতা

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

জগন্নাথপুর২৪ ডেস্ক::

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন দিরাই পৌর শহরের মজলিসপুরের বাসিন্দা মমতা দেবী। শুক্রবার ভোর সাড়ে ৫ টায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি চার সন্তান প্রসব করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত চার নবজাতককেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বাচ্চাদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মা মমতা দেবীকে গাইনী বিভাগে রাখা হয়েছে।
মমতা দেবীর স্বামী সত্য রঞ্জন দেব নাথ জানান, ২০ সপ্তাহ দু্ই দিন তার স্ত্রী মমতা দেবী চার সন্তানকে পেটে ধরেছেন। বৃহস্পতিবার বিকাল থেকে প্রসব বেদনায় কাতরাতে থাকলে শুক্রবার ভোর সাড়ে ৫ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চার সন্তান প্রসব করেন তিনি। চার সন্তানের দুজন মেয়ে এবং দুজন ছেলে। নির্ধরিত সময়ের প্রায় দুই মাস আগে জন্ম নেওয়ায় সন্তানরা ই— মেচিউড রয়েছে। এজন্য তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। স্ত্রী মমতা দেবী সুস্থ্য রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের আবাসিক সার্জন ডা. আশরাফি জানিয়েছেন, দীর্ঘ সময় অস্ত্রোপচারের মাধ্যমে মমতা দেবী জীবিত চার সন্তান প্রসব করেছেন। নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগে জন্ম নেওয়া বাচ্চারা ই—মেচিউড রয়েছে। চার সন্তানের ওজন যথাক্রমে এক কেজি, এক দশমিক এক কেজি, এক দশমিক দুই কেজি এবং এক দশমিক তিন কেজি। নবজাতকদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে আছে এরা।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com