1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীর নাম শাহিন মিয়া ওরফে লাকিকে (৪০)। তিনি জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকার মৃত আলখাছ উল্লার ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার বিকেলে শাহিনকে উপজেলার পাটলী এলাকা থেকে দণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার উপসহকারি পরিদর্শক (এএসআই) ফখরুদ্দিন বলেন, ২০১০ সালে এক শিশু ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জ আদালতে শাহিন মিয়ার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার। দীর্ঘ ১৩ বছর পর আসামীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রমাণিত হওয়ায় গত ১৭ আগস্ট সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাকির হোসেন এ রায় দেন। এরপর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শাহিন পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্ত্বিতে আমরা তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি। #

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com