বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে সম্ভাব্য একাধিক প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ।
আজ শুক্রবার উপজেলা আওয়ামী লীগ নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী বাছাইয়ের সভা আহবান করা হয়। দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সভায় শুরু হয়। সভা চলাকালে একাধিক প্রার্থীর নাম ওঠে আসলে সমঝোতার জন্য প্রার্থীদের নিকট আহবান জানিয়ে সভা মুলতবি ঘোষনা করা হয়। কাল শনিবার ১১টায় আবার সভা ডাকা হয়েছে।
দলীয় নেতাকর্মীরা জানান, জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মনাফের মৃতে্যুতে গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন পৌরসভার মেয়র শুন্য পদে নির্বাচনের তফশিল ঘোষনা করে। ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি মনোয়ন দাখিলের শেষ দিন।
এদিকে উপনির্বাচনকে ঘিরে সরকার দলের সম্ভাব্য একাধিক প্রার্থী রয়েছেন। দলীয় মনোয়ন নিশ্চিত করতে জোর লবিংয়ের পাশাপাশি জোরেশুড়ে প্রচারনায় মাঠে নেমেছেন। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীর ১২ জনের নাম শুনা যাচ্ছে। তাঁরা হলেন জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রশিদ ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার মেয়র প্রয়াত আব্দুল মনাফের বড় ছেলে আবুল হোসেন সেলিম, যুক্তরাজ্য প্রবাসি আওয়ামী লীগ নেতা আকমল খান, যুক্তরাষ্ট্র প্রবাসি আব্দুস শহীদ ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসি সামছুল ইসলাম রাজন, জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা মাহতাবুল হাসান সমুজ, ও যুক্তরাজ্য প্রবাসি আওয়ামী লীগ নেতা এম ইকবাল এম হোসাইন।
উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জানান, উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এবার রের্কডসংখ্যা প্রার্থী। এখন পর্যন্ত ১২ জন সম্ভাব্য প্রার্থী নৌকা প্রত্যাশি।প্রার্থী সংখ্যা কমাতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সমঝোতার জন্য আহবান জানিয়ে সভা মুলতবি করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান, উপনির্বাচনে প্রার্থী বাছাই সভা শনিবার অনুষ্ঠিত হবে।
Leave a Reply