স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারের ব্যবসায়ী নাঈম খাঁনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর বাজারে ব্যবসায়ী কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সানায়োর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, ব্যবসায়ী রুহেল মিয়া, সাইদুর রহমান সুফিয়ান, সৈয়দ মিজান, নুরুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছত্তার বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পাওনা টাকা চাওয়াতে পাওনাদারের ভাতিজা সৈয়দপুর বাজারের গুলশান ফার্মেসীর ম্যানেজার নাঈম খাঁনকে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Like this:
Like Loading...
Related