1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নির্বাচিত হলেন যারা

  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে
ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে বুধবার (২ নভেম্বর)
সম্পন্ন হয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আকমল হোসেন নৌকা প্রতীকে ২৩ হাজার ৮শ’ ১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলম খেজুর গাছ প্রতীকে
ভোট পান ২০ হাজার ৮১। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ আনারস প্রতীকে ভোট পান ১৪ হাজার ১৬, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৭শ. ৭৯ এবং স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন ঘোড়া প্রতীকে ১ হাজার ১শ’৯৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন মাইক প্রতীকে ২১ হাজার,৯শ’২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র তালা প্রতিকে ভোট পেয়েছেন ১৯ হাজার ২শ’৫৫। সৈয়দ তুহেল আহমদ টিউবওয়েল প্রতিকে ১৩ হাজার ৬শ”৩৬, সালেহ আহমদ চশমা প্রতীকে ৯ হাজার ৯শ’ ৫৩ ও আব্দুল মতিন লাকি টিয়াপাখি প্রতীকে ৫ হাজার ১শ’ ৩৯ ভোট পেয়েছেন।
সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী ফুটবল প্রতীকে ২৮ হাজার ৮শ’ ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রিনা বেগম কলস প্রতীকে ভোট পান ২৬ হাজার ৪শ” ৬৯ এবং সেলিনা বেগম হাঁস প্রতীকে ভোট পান ১৪ হাজার ৫শ’ ৩০টি।
রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনী ফলাফল উপজেলা সম্মেলন
কক্ষ থেকে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শুকুর মোহাম্মদ ভূঁইয়া ঘোষনা করেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শুকুর মোহাম্মদ ভুঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com