1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

অাইনশৃঙ্খলা পরিস্থিতি সূচকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:::আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের নিরাপত্তা বিষয়ে প্রকাশিত এক সূচকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। রাতে বাড়ি ফিরতে বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপত্তা বোধ নিয়ে শুক্রবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ। এতে দেখা যায়, ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে বাংলাদেশ। ওই সূচকে ৭৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৩০তম। যুক্তরাষ্ট্রের স্কোর ৭৭। এতে সবচেয়ে বেশি স্কোর করেছে সিঙ্গাপুর ৮৯। সবচেয়ে কম ৪০ স্কোর লাইবেরিয়ার। অর্থাৎ সিঙ্গাপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভালো, লাইবেরিয়ার সবচেয়ে খারাপ।
সূচকে বিশ্বব্যাপী মানুষের ব্যক্তিগত নিরাপত্তা মাপকাঠি ও তাদের অভিজ্ঞতায় আইন-শৃঙ্খলা প্রয়োগের কথা উঠে এসেছে। গ্যালাপের এ প্রতিবেদনটি তৈরির জন্য ২০১৪ সালে ১৪১টি দেশের এক লাখ ৪২ হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারীদের মূলত তিনটি প্রশ্ন করা
হয়। প্রশ্নগুলো হলো_ ১. আপনার
শহর বা এলাকার পুলিশের ওপর কি আপনার আস্থা আছে? ২. শহরে বা আপনি যেখানে থাকেন, সেখানে রাতে হাঁটতে আপনি কি নিরাপদ বোধ করেন? ৩. গত ১২ মাসে আপনার বা প্রতিবেশীর কারও কি অর্থ বা সম্পত্তি চুরি হয়েছে? এসব প্রশ্নের উত্তর ও বাহ্য পদক্ষেপের মধ্যে পারস্পরিক জোরদার সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছে গ্যালাপ।
সংস্থাটি জানিয়েছে, প্রতি ১০ জনে ছয়জন বলেছেন, স্থানীয় পুলিশের ওপর তাদের আস্থা রয়েছে। সূচকে বাংলাদেশের সমান ৭৮ স্কোর করেছে মিসর, জাপান, তাইওয়ান, নিউজিল্যান্ড ও বেলজিয়াম। ভারতের স্কোর ৬৭ এবং পাকিস্তানের ৬০। অন্যান্য দেশের মধ্যে ফ্রান্স (৭৫), মেসিডোনিয়া (৭৫), ক্রোয়েশিয়া (৭৩), গ্রিস (৭২), ইতালি (৭১), পোল্যান্ডের (৭০) আইন-শৃঙ্খলা পরিস্থিতিও বাংলাদেশের চেয়ে খারাপ। সূত্র সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com