1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
অ‌্যাম্বুলেন্সের চাপায় মা-ছেলেসহ নিহত ৩ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:

অ‌্যাম্বুলেন্সের চাপায় মা-ছেলেসহ নিহত ৩

  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ২১৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে একটি অ্যাম্বুলেন্সের চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় গর্ভের সন্তান হারিয়েছেন আরেক নারী।

শনিবার ৯টার দিকে ‘মানব সেবা’ নামে অ‌্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠে গেলে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ফাঁকা ওই অ‌্যাম্বুলেন্সটি তখন হাসপাতাল চত্বরে ঢুকছিল।

নিহতরা হলেন গোলেনূর বেগম (২৫), তার ছেলে সাকিব (৭)। গোলেনূরের স্বামীর নাম ফেরদৌস, তার বাড়ি পটুয়াখালীর রাঙাবালির বাইজদা এলাকায়। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ৪৫ বছর।

ফেরদৌস বলেন, পটুয়াখালীতে দুদিন আগে মোটর সাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়া ছেলে সাকিবকে চিকিৎসক দেখাতে হাসপাতালে এসেছিলেন তারা।

ফেরদৌসের সঙ্গে তার অন‌্য ছেলে আকাশও ছিলেন। শুক্রবার সপরিবারে ঢাকায় আসার পর সূত্রাপুরে শ্যালক ফারুকের বাসায় উঠেছিলেন ফেরদৌস। সকালে সবাই আসেন ঢাকা মেডিকেলে।

অ‌্যাম্বুলেন্সের ধাক্কায় সাকিব সঙ্গে সঙ্গে মারা যান। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় মৃত‌্যু ঘটে তার মায়ের। সাত মাস বয়সী আকাশও মাথায় আঘাত পেয়ে এখন হাসপাতালে ভর্তি।

স্ত্রী ও সন্তানকে হারিয়ে হাসপাতালে রোদন করছিলেন ফেরদৌস।

নিহত মধ‌্যবয়স্ক ব্যক্তিটি হাসপাতালের পুলিশ ফাঁড়ির সামনের রাস্তার পাশে বসে ভিক্ষা করতেন বলে স্থানীয়রা জানায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, “খালি অ্যাম্বুলেন্সটি দ্রুতবেগে হাসপাতালে ঢুকে পুলিশ ফাঁড়ির সামনে একটি রিকশাকে ধাক্কা দেয় এবং ও কয়েকজন পথচারীকে চাপা দেয়।

“এতে মধ‌্যবয়সী ব‌্যক্তিটি ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর মৃত‌্যু ঘটে শিশুটির।”

এসআই বাচ্চু বলেন, ওই গাড়ির ধাক্কায় সজিব (৮), রমজান, আমেনা বেগম সূর্যি (৩৫) এবং রিকশাচালক রমজান নামে আরও পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়াল্টি বিভাগের চিকিৎসক মো. আশরাফ উদ্দিন খান বলেন, “সূর্যির পেটের ছয় মাসের সন্তানটি এই দুর্ঘটনার কারণে মারা গেছে।”

সূর্যি স্ত্রী ছয় মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন জানিয়ে জাকির বলেন, তার স্ত্রী ও সজিব নামে ছেলেটি তার সঙ্গে ছিল। সকালে তার জন্য নাস্তা নিয়ে আসার সময় অ‌্যাম্বুলেন্সের নিচে পড়েন তারা।

সজিবের বাম পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানান।

এসআই বাচ্চু জানান, ওই অ্যাম্বুলেন্সের মালিক নাসির মিস্ত্রী নামে একজন। তবে তিনি গাড়িতে ছিলেন না।

“ওই সময় নাসিরের সহকারী সোহেল গাড়ি চালাচ্ছিল। সোহেলকে আটক করা হয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com