স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরের এসিল্যান্ডের বাসভবন থেকে দুইটি সাপ ধরা পড়েছে।
বৃহস্পতিবার বিকেল এসিল্যান্ড শামিম আল ইমরানের উপস্থিতিতে সাপুড়ে ওমর আলী ও বাবুল মিয়া অভিযান চালিয়ে গাচ্ছুয়া (মাছুয়া) নামে দুইটি বিষধর সাপ ধরেছে। এর মধ্যে একটি ৬ ফুট লম্বা আরেকটি ৫ফুট লম্বা ।
জানা যায়, উপজেলা পরিষদের কমপ্লেক্সের ভিতরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম সংলগ্ন এসিল্যান্ডের বাসভবন। ওই বাসভবনের পিছনের অংশ থেকে অভিযান চালিয়ে সাপ ধরা হয়।
জগন্নাথপুরের এসিল্যান্ড শামিম আল ইমরান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply