1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

জগন্নাথপুরের সড়কগুলোর বেহাল দশা নিয়ে তোপের মুখে পড়লেন এলজিইডি কর্মকর্তা

  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

স্টাফ রির্পোটার ::
স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের তোপের মুখে পড়েন জগন্নাথপুরের এলজিইডি কর্মকর্তা রফিকুল ইসলাম। শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার সব ক’টি ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী’র উদ্বোধন শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে জগন্নাথপুরের যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল। মন্ত্রীসহ প্রায় সকলেই রাস্তাঘাটের করুণ দশা নিরসনের লক্ষ্যে আলোকপাত করেন। এ সময় এলজিইডি কর্মকর্তা রফিকুল ইসলাম সভায় উপস্থিত হলে তিনি মন্ত্রীসহ উপস্থিত নেতৃবৃন্দের তোপের মুখে পড়েন। কর্মকর্তার উদ্যেশ্যে নেতৃবৃন্দ বলেন, উপজেলার ১৮টি সড়কে বরাদ্দ দেয়া হয়েছে সংস্কারের জন্য কিন্তুু কেন কাজ হচ্ছেনা। আবার যে সব সড়কে কাজ হচ্ছে সেগুলো নির্মানের আগেই ভেঙে যাচ্ছে। উপজেলার সবগুলো সড়কে চলাচল অনুপযোগী হয়ে উঠেছে। এসব সড়ক সংস্কারের অর্থ দেয়া হয়েছে অথচ কাজ হয় না।
এ সময় মন্ত্রী এম,এ মান্নান জগন্নাথপুর উপজেলার সকল সংস্কারহীন সড়ক সংস্কারের ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। ওই সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, দক্ষিন সুনামগঞ্জের ইউএনও হারুন অর রশিদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রোমেন আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com