স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক মৎস্য ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ১৫কেজি রুই জাতীয় মাছের পোনা নলজুর নদীতে অবমুক্ত করা হয়। জানা গেছে, বুধবার দুপুরে মৎস্য আড়তে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী আরিফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মৎস্য ব্যবসায়ী দিরাই এলাকার বাসিন্দা সোনা মিয়াকে অবৈধ পোনা মাছ বিক্রির অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে তার কাছ থেকে ১৫ কেজি রুই জাতিয় মাছে পোনা উদ্ধার করে অবমুক্ত করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা মৎস্য অফিসার ওয়াহিদুল আবরার,জগন্নাথপুর থানার উপ-পরির্দশক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
Leave a Reply