1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ৫ দিন পর সন্ধান মিলল নিখোঁজ যুবকের - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

জগন্নাথপুরে ৫ দিন পর সন্ধান মিলল নিখোঁজ যুবকের

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৩২৯ Time View
স্টাফ রিপোর্টার::: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ দিন নিখোঁজ থাকার পর  ছবির হোসেন নামে এক যুবকের সন্ধান পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সিলেটে অচেতন অবস্থায় তাকে তার স্বজনরা উদ্ধার করেন।
গত ২৫ র্মাচ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও (পশ্চিমপাড়া) গ্রামের দুদু
মিয়ার ছেলে ছবির হোসেন (২৪) নিখোঁজ হয়।এ ঘটনায় জগন্নাথপুর থানায় সাধারণ
ডায়রী দায়ের করা হয়েছে।
দায়েরকৃত সাধারণ ডায়েরী থেকে থেকে জানান,গত ২৪ মার্চ রাতের খাওয়া দাওয়া
শেষে তার নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায় ছবির হোসেন। পরদিন ২৫ মার্চ সকাল ৬
টার দিকে তার মা রোকিয়া বেগম ছেলে ছবির হোসেনকে কৃষি কাজে মাঠে যাওয়ার
জন্য ডাকতে যান। ঘরের দরজা খোলে দেখেন ছেলে ঘরে নেই। এরপর থেকে তাকে অনেক
খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে জগন্নাথপুর থানায় নিখোঁজ যুবকের ভাই আমির
হোসেন ২৪ মার্চ থানায় জিডি দায়ের করেন। যার নম্বর ১০০৭, তাং ২৪-০৩-১৯ইং।

ছবির হোসেনের বড় ভাই আমির হোসেন 
বলেন, ২৪ মার্চ প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া দাওয়া শেষে কিছু সময় টিভি দেখে আমার ছোট ভাই তার ঘরে ঘুমাতে যায়। ভোরে আমার মা তাকে কৃষি কাজের জন্য ডাকতে গিয়ে দেখেন সে নেই। তারপর আমরা অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে থানায় জিডি দায়ের করি।
তিনি বলেন, নিখোঁজের পর পর থেকে তার মুঠোফোনে বন্ধ ছিল।
তবে গত তিন দিন পূর্বে হঠাৎ করে
আমার মোবাইল ফোনে সে কল দেয়।
কল সিভিব করার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে। সে কোথায় আছে, কি করছে যানতে চাইলে তার কান্নার জন্য কিছুই বুঝা যাচ্ছিল না। এরমধ্যে
ফোনের সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে তার সংযোগ মেলেনি। শুক্রবার সিলেট শহর থেকে অসচেতন অবস্থায় তাকে আমরা উদ্ধার করি।তাকে কেউ অপহরণ করেছিল বলে তিনি দাবী করেছেন।
আজ শনিবার জগন্নাথপুর থানা এসআই অনুজ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যুবকটি স্বেচ্ছায় অাত্মগোপনে ছিল। তাকে থানা নিয়ে আসার জন্য যুবকের পরিবারকে বলেছি। তাকে জিজ্ঞাসাবাদের পর বুঝা যেতে পারে প্রকৃত কারণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com