1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

জগন্নাথপুর ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন সভায়- তরুণ প্রজন্মকে খেলাধুলার চর্চ্চায় মনোনিবেশ করতে হবে: মুকুট

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

স্টাফ রিপোর্টার ::: জগন্নাথপুর উপজেলা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৪তম ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন গতকাল বৃহস্পতিবার পৌর শহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরন মিয়া ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন। উপজেলা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি সুহানুর রহমান দুদু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক আনা মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুট।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার চর্চ্চায় মনোনিবেশ করতে হবে। খেলাধুরার চর্চার মাধ্যম তরুনরা মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ ভুমিকা রাখবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি ক্রিড়াক্ষেত্রেও বিশেষ অবদান রাখছে। তিনি জগন্নাথপুর উপজেলার ফুটবলের মানন্নোয়নে ফুটবল ক্লাব এসোসিয়েশনে ২ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ,জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ ছাবির মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি, কলকলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হাশিম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া, পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, যুক্তরাজ্য প্রবাসী সুন্দর আলী,সাবেক ফুটবলার মবশ্বির মিয়া, ,সাবেক ফুটবল এসোসিয়েশনের সভাপতি সালাহ উদ্দিন, জাহির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,কাউন্সিলর সুহেল মিয়া, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীর, প্রমুখ। উদ্বোধণী খেলা সৈয়দপুর জুনিয়র একাদশ বনাম শাহারপাড়া একাদশের মধ্যে গোল শুন্য ড্র হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com