1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে লাখো মানুষের দূর্ভোগ প্রতিদিন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু নলুয়া হাওরে বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে লাখো মানুষের দূর্ভোগ প্রতিদিন

  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ২৫৯ Time View

বিশেষ প্রতিনিধি :: স্থানে স্থানে পিচ উঠে গেছে। ছোট-বড় অসংখ্য গর্ত। বেহাল হয়ে পড়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ সড়কে নিত্যদিন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকেম কে জানান, উপজেলা সদর থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলা হয়ে সিলেট সদরে যাতায়াত করতে হয়। কিন্তু উপজেলার প্রধান সড়কটি গত তিন বছর সংস্কার করা হয়নি। স্থানে স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে গর্ত অনেক বড় হয়েছে। তাতে বৃষ্টির পানি জমে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ পথে সিলেটে যেতে-আসতে যাত্রীদের ভোগান্তির সীমা থাকে না।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর সদর থেকে সিলেটের বিশ্বনাথ পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য ১৩ কিলোমিটার। ২০১২-২০১৩ অর্থবছরে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল। জগন্নাথপুর উপজেলায় জনসংখ্যা প্রায় দেড় লাখ। এ ছাড়া পাশের সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ও জগদল ইউনিয়নের মানুষও সিলেটে যাতায়াত করতে এই সড়ক ব্যবহার করে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আবদুস সোবহান উচ্চবিদ্যালয়ের সামনে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কের কোনো কোনো অংশে পিচ উঠে ইট-পাথরের খোয়া বেরিয়ে এসেছে। গর্তে বৃষ্টির পানি জমে আছে। শুধু যানবাহন নয়, পথচারীদের চলাফেরায়ও অসুবিধা হচ্ছে। প্রায় একই দৃশ্য দেখা যায় সড়কের বাউরকাপন, মিরপুর, নাসিরপুর, ইকরছই, আমরাতইল, কলিয়ারপাড়া এলাকায়।
হবিবপুর এলাকার বাসিন্দা আবদুল মনাফ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ‘আমাদের এলাকায় সড়কের অবস্থা খুবই খারাপ, কিন্তু সংস্কার করা হচ্ছে না।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের দোকানি আবু বক্কর বলেন, ‘আমরা সড়কের কাজের জন্য বারবার দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো ফল হচ্ছে না।’
মিরপুর গ্রামের বাসিন্দা সাদিকুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ‘এই সড়কের সিলেট অংশে প্রতিবছর সংস্কার করা হয়, কিন্তু আমাদের এখানে কাজ হয় না। আর কাজ হলেও ছয় মাস ঠেকে না। আমাদের দুর্ভোগ বাড়তেই থাকে।’ এই সড়কের মাইক্রোবাসচালক রহিবুল ইসলাম বলেন, ‘ভাঙাচোরা সড়কের কারণে আধা ঘণ্টার পথ যেতে এক ঘণ্টা লাগে। ঝাঁকুনি তো আছেই। কোনো স্থানে গাড়ি আটকে যায়। দুর্ঘটনার আশঙ্কা তাড়া করে।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ‘উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সড়কটি সংস্কারের বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেছি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম জানান, এ বছর অতিবৃষ্টি ও বন্যায় সড়কটির অবস্থা আরও বেশি খারাপ হয়েছে। সড়কের জগন্নাথপুর অংশ সংস্কারের জন্য ২ কোটি ৮০ লাখ টাকার একটি
প্রকল্প নেওয়া হয়েছে। দরপত্র আহ্বানের প্রক্রিয়া সম্পন্ন হলেই কাজ শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com