1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে ওল্ডহামে অনুষ্টিত হলো ‘বিজনেস ফেন্ড্রস্ অব এনটিভির রেকগনেশন সেরেমনি’ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন

জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে ওল্ডহামে অনুষ্টিত হলো ‘বিজনেস ফেন্ড্রস্ অব এনটিভির রেকগনেশন সেরেমনি’

  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৩৭৮ Time View

আমিনুল হক ওয়েছ, ‍যুক্তরাজ্য থেকে :: ওয়াল্ড লিডিং ইন্টারন্যাশনাল বাযালি টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। ইউরোপের বর্তমান সময়ের সবচেয়ে বেশী দর্শক নন্দিত বাংলা টেলিভিশন চ্যানেল এনটিভি। বাঙালি সহ এশিয়ানদের সম্মানে ইংল্যান্ডের ২য় রাজধানী খ্যাত বার্মিংহামের পর এবার যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কসমোপলিটান নগরী ম্যানচেষ্টারের ওল্ডহামে প্রথমবারের মতো আয়োজন করলো ব্যতিক্রম ধর্মী অনুষ্টান ‘বিজনেস ফেন্ড্রস্ অব এনটিভির রেকগনেশন সেরেমনি-২০১৬’
মূলত: এ অনুষ্টানের মাধ্যমে এতদ লের সফল পরিশ্রমী কিছু ব্যবসায়ীদের সম্মানিত করে তাদের মেধা ও শ্রমের সঠিক স্বীকৃতি জানানোই ছিল এনটিভি’র মুল লক্ষ্য। গত রবিবার (২ অক্টোবর) ওল্ডহামের ইষ্টার্ণ প্যাভিলিয়নের হলে জ্যাঁক জমক পূর্ন ভাবে অনুষ্টিত হয়েছে।
‘বিজনেস ফেন্ড্রস্ অব এনটিভির রেকগনেশন সেরেমনি’ অনুষ্টানটিতে ছিল বিভিন্ন ব্যাবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্বদের সম্মাননার পাশাপাশি বিনোদন মূলক অনুষ্টান। এনটিভি’র সিইও সাবরিনা হোসাইন স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্টিত সভা উপস্থিত ছিলেন এনটিভি’র ড্রাইরেক্টর মোস্তফা সারোয়ার বাবু, ওল্ডহাম মেট্রোপলিটন কাউন্সিলের মেয়র সহ স্থানীয় কমিউনিটি ব্যাক্তিবর্গ।
এনটিভির ইউরোপের নর্থ,নর্থওয়েষ্ট ও মিডল্যান্ডসের ব্যুারো প্রধান ফারছু আহমেদ চৌধুরী উদ্দ্যেগে অনুষ্টিত ‘বিজনেস ফেন্ড্রস্ অব এনটিভির রেকগনেশন সেরেমনি’ অনুষ্টাটি প্রাণবন্ত হয়ে উঠে ছিল ইউরোপের সেরা বাংলা টিভি এনটিভির সকল দর্শকরা, কলা কৌশলি আর অগনিত ভক্তদের বাঁধ ভাঙ্গা উচ্চাসের মধ্যে দিয়ে। অনুষ্টানটিকে সাজানো হয়েছিল স্থানীয় এবং বহু সংস্কৃতির মিশ্রণে। গান, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্টানটি জমজমাট হয়ে উঠে।
ইংল্যান্ডের গুরুত্বপূর্ন এই শিল্পনগরী বার্মিংহামের ৩৮ টি এশিয়ান ব্যবসায়ী প্রতিষ্টান সহ কমিউনিটিতে অবদান রাখায় বিশিষ্টজনদের কে এসময় স্বীকৃতি সরূপ সম্মাননা প্রদান করে ব্রিটেনের বর্ষসেরা বাংলা টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। ব্রিটেনের বাঙালি সহ এশিয়ানদের অবদান ও অর্জনকে তুলে ধরতে এনটিভির এ আয়োজনের অংশ বলে জানান এনটিভির সিইও সাবরিনা হোসাইন।
‘ইফ ইউ ডউন্ট মাইন্ড’ এর জনপ্রিয় উপস্থাপক ব্যারিস্টার সাম উদ্দিনএর প্রানবন্ত স ালনায় অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন এনটিভির বিজনেস টু-ডে এর উপস্থাপক এম.এ. মুকিত, ফিøম মেকার ও ভিজ্যুয়াল আর্ষ্টি মকবুল চৌধুরী, এনটিভির নর্থ এন্ড মিডল্যান্ড ব্যুারো প্রধান ফারছু আহমেদ চৌধুরী, বসন্ত বাতাসের উপস্থাপক ফয়সল আহমেদ প্রমুখ।

unnamed-7 unnamed
ব্যাবসা-বানিজ্য, অর্থনীতি, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, শিক্ষা, কুটনীতিক, জনপ্রতিনিধি সহ সর্বক্ষেত্রের গুনীজনদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছিল পুরো অনুষ্টানটি। এক কথায় বলা চলে গুনিজনদের মিলন মেলা। বিদেশের মাঠিতে দেশের কোন টেলিভিশন চ্যানেল এত বড় আয়োজন গ্রেটার ম্যাচেষ্টারের বাঙালির জন্যে এটি একটি প্রথম অনুষ্টান।
অনুষ্টানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্টানের ফাঁকে ফাঁকে এনটিভি’র সিইও সাবরিনা হোসাইন ব্যবস্যায়ীদের সাফল্যের সম্মাননা স্বারক হাতে তোলে দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির বার্তা সম্পাদক ইব্রাহিম আদিত্য, বিশেষ প্রতিনিধি আকরাম হোসেন, গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি দিলোয়ার হোসের শিবলী, লিভারপুল মার্সিসাইড প্রতিনিধি ফখরুল আলম, ম্যানচেষ্টার প্রতিনিধি আব্দুল মতিন, ব্রাডফোর্ড প্রতিনিধি লুৎফুর রহমান চৌধুরী, বার্ণলী প্রতিনিধি ফয়জুন্নর, হোসাইন আহমেদ সহ এনটিভি’র হেড অফ ব্রডকাষ্ট রবিন হায়দার, আরাফাত রহমান ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্ত চেষ্টার শহরের কমিউনিট ব্যাক্তিত্ব গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্ষিল ইন ইউ.কে এর সাবেক সেন্ট্রাল চেয়ারপার্সন মনছব আলী জেপি জানান, ব্রিটেনের মাঠিতে প্রতি বছর এ ধরনের অনুষ্টান করলে মূলত আমাদের পুর্বপুরুষদের আতœত্যাগ ও সংগ্রামের ফসল কারীশিল্প সহ সকল ব্যবসা বাণিজ্য চরম সঙ্কট থেকে মুক্তি পাবে।
নর্থ ওয়েলস এর বিশিষ্ট ব্যবসায়ী স্বপ্না ক্যাশ এন্ডকারির সত্বাধীকারী শাহাজানুর রাজা বলেন, ব্যাবসায়ীদের অনুপ্রাণিত করার পাশাপাশি এধরনের অনুষ্টানাদি ব্রিটিশ অর্থনীতির চাকা কে গতিশীল রাখার পাশাপাশি বাংলাদেশের রেমিডেন্স নির্ভর অর্থনীনিতেও নিরব বিপ্লব ঘটবে।
লিভারপুলের বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, এরকম একটা আয়োজন বর্তমান সময়য়ে জন্য খুবই যুগপযোগী ছিল। তাই এনটিভি ও এনটিভি’র পরিবারের কাছে সবাই কৃতজ্ঞ প্রকাশ করেন আগত অতিথিবৃন্দরা।
‘বিজনেস ফেন্ড্রস্ অব এনটিভির রেকগনেশন সেরেমনি-২০১৬’ অনুষ্টানে লন্ডন , বার্মিংহাম, ম্যানচেষ্টার, লিভারপুল, চেষ্টার সহ নর্থ ইংল্যান্ডের বিপুল সংখ্যক ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব স্ব-পরিবারে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com