1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নতুন দিনে পুরোনো দাবী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

নতুন দিনে পুরোনো দাবী

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ১৮৮ Time View

আলী আহমদ, :: দেশ জুড়ে যখন নতুন বই পাওয়ায় আনন্দ উৎসবে মেতে উঠে ছোট ছোট সোনামনিরা তখন পুরোনো দাবী নিয়ে হাজির হলো স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নিকট জগন্নাথপুরের একমাত্র সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা । উপজেলার স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা রোববার বই উৎসবে যোগদান করতে আসা সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের দৃষ্টি আকর্ষন করতে ‘শিক্ষক চাই, শিক্ষক চাই’ প্লে কার্ড হাতে নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের দীর্ঘদিনের পুরনো দাবি তুলে ধরেন। শিক্ষার্থীতের এমন দাবির সাথে একমত পোষন করে মন্ত্রী তাৎক্ষনিক সময় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ সিলেটের ডিডি জাহাঙ্গীর আলম কে মুঠোফোনে নির্দেশ দেন ওই বিদ্যালয়ে শুন্য পদে শিক্ষক পদায়নের জন্য। তিনি তখন এক সপ্তাহের মধ্যে শিক্ষক দেয়ার দাবি জানান।
বই বিতরণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।

বিদ্যালয় সুত্রে জানা যায়, দীর্ঘ এক যুগ ধরে উপজেলার একমাত্র সরকারী এই বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চলে আসছে। ফলে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ৩শত ২৮ জন। অধ্যায়নরত শিক্ষক রয়েছেন মাত্র ৩ জন। প্রধান শিক্ষকসহ ৭টি পদ শূণ্য রয়েছে দীর্ঘ দিন ধরে। ৩ শিক্ষক দিয়ে কোন রকম শিক্ষা কার্যক্রম চলছে। সংকট নিরসনে উপজেলাবাসী দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসলেও দাবীটি উপেক্ষিত রয়েছে।

স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, আমাদের বিদ্যালয়ে অনেক বছর ধরে শিক্ষক সংকট চলে আসছে। আমরা বার বার সংশ্লিষ্ট কৃর্তপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়ে আসছি। কিন্তুু সমাধান হচ্ছেনা। ফলে পাঠদানে সমস্যার সৃষ্টি হয়। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর আশ্বাসে আমরা এখন আশাবাদি।

স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকটের কথা শুনে সংশ্লিষ্ট উর্ধ্বতম কর্তৃপক্ষকে নির্দেশ নিয়ে শুণ্য পদে শিক্ষক নিয়োগ দেয়ার জন্য। আশা করছি সদস্যা সমাধান হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com