জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জানাজা নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে পথ্যেই মধ্যে খুন হলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল হোসেন আলম (৩৮)। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনাটি ঘটেছে সিলেটের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শায়পুর গ্রামে।
এলাকাবাসী জানান, একটি জানাজার নামাজে যোগ দিতে তিনি বাড়ি থেকে বের হলে স্থানীয় কাজল মিয়ার এর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এ সময় আবুল হোসেন আলমকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, আবুল হোসেন আলম শাহবাজপুর ইউনিয়নের শায়পুর গ্রামের খলিলুর রহমানের পুত্র। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের দু’বারের নির্বাচিত ইউপি সদস্য। এছাড়াও তিনি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দয়িত্ব পালন করছিলেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। তাছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যে উত্তেজনা ছিলো তা বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply