1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:

ম্যাচের মধ্যেই মাশরাফির দিকে তেড়ে গেলেন শুভাশিস!

  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যিনি তরুণ ক্রিকেটারদের কাছে আইডল। অথচ জাতীয় দলের তারই সতীর্থ খেলোয়াড় শুভাশিস রায় ম্যাচের মধ্যেই বল নিয়ে তেড়ে গেলেন মাশরাফির দিকে।

তখন ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলো রংপুর রাইডার্স। ব্যাটসম্যান হিসেবে স্ট্রাইকিং প্রান্তে মাশরাফি বিন মর্তুজা। আর বোলার চিটাগাং ভাইকিংসের শুভাশিস রায়। বলটি রক্ষণাত্মক ভঙ্গিতেই খেললেন মাশরাফি। বল চলে গেলো সোজা বোলার শুভাশিসের হাতে। শুভাশিস চেয়েছিলেন বলটি থ্রো করতে; কিন্তু না তা করলেন না। শুধুই বল ছোঁড়ার ভঙি করলেন মাত্র।

এ সময় ব্যাটসম্যান মাশরাফি কিছুটা স্লেজিং করলেন। হাত নেড়ে শুভাশিসকে হয়তো বললেন, নিজের বোলিং মার্কে ফিরে যেতে। জাতীয় দলে মাশরাফির নিজের খুব কাছের সতীর্থ শুভাশিস রায়। হয়তো বিপিএলে প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও মাশরাফির মধ্যে সেই খুব কাছে থাকার এবং জুনিয়রদের মধুর শাসন করার বিষয়টি কাজ করছিল রংপুর অধিনায়কের মধ্যে। এ কারণেই তার হাত নাড়ার ভঙ্গিটা দেখতে কিছুটা দৃষ্টিকটুই ঠেকেছে।

কিন্তু তার জবাবে শুভাশিস যা করলেন, তা অকেটাই সীমালঙ্ঘন বলা যায়। মাশরাফির দিকে বলতে গেলে তেড়ে আসেন চিটাগাংয়ে খেলা জাতীয় দলের এ পেসার। খুব অসদাচরণ করেন তিনি মাশরাফির সঙ্গে। আম্পায়ার এসে দমানোর চেষ্টা করেন শুভাশিসকে।

এমনকি তার নিজের সতীর্থ প্রথমে তানবির হায়দার, পরে জিম্বাবুইয়ান ক্রিকেটার সিকান্দার রাজাও এসে শুভাশিসকে নিভৃত করার চেষ্টা করেন। তাতেও যেন কাজ হচ্ছিল না। মাশরাফির ওপর হামলে পড়বেন যেন চিটাগাংয়ের এ পেসার।

মাশরাফি এ সময় কোনো প্রত্যুত্তর করেননি। প্রথমে কিছুটা এগিয়ে এসেছিলেন শুভাশিসের কথা শোনার জন্য। কিছু বলেওছিলেন হয়তো; কিন্তু পরে তিনি শুধু অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে থাকলেন শুভাশিসের দিকে। হয়তো ভাবছিলেন, এ কাকে দেখছেন তিনি! তার দলেরই কোনো সতীর্থ তো! যাদেরকে তিনি খুব ভালোবাসেন!

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রংপুর রাইডার্সের দলপতি মাশরাফি বিন মর্তুজা বলেন, এটা ক্রিকেটের একটা অংশ। এখানে সবাই জিততে চায়। আমি যেমন চাই জিততে তেমনি শুভাশিস ও তাই। আমি সিনিয়র হিসেবে ওকে সরি বলাটা উচিৎ ছিলো। কারণ সে আমার অনেক জুনিয়র। আমি আমার মাথাটা ঠাণ্ডা রাখলে হতো এই ঘটনাটা ঘটত না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com