1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

রানীগঞ্জে উৎসবের আমেজ

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

সিন্ধুমনি সরকার রানীগঞ্জ থেকে:: রানীগঞ্জবাসীর প্রত্যাশিত কুশিয়ারা নদীতে ফেরী সার্ভিস উদ্বোধন কে কেন্দ্র করে রানীগঞ্জে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। গত এক সপ্তাহ ধরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে স্বাগত জানিয়ে পুরো রানীগঞ্জবাজারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ডিজিটাল, ব্যানার ফ্যাস্টুন গেট,পোষ্টার ও নানারঙ্গের প্রচারনায় মুখরিত রানীগঞ্জ। রানীগঞ্জবাসী যেন আনন্দে উদ্বোলিত। রানীগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায় জানান, কুশিয়ারা নদীতে ফেরী সার্ভিস চালু হতে যাওয়ায় রানীগঞ্জবাসীর জন্য সুখবর। আমরা আশা করি এই ফেরী সার্ভিস চালুর মাধ্যমে রানীগঞ্জের ব্যবসা বাণ্যিজের প্রসারে আরো এগিয়ে যাবে। রানীগঞ্জ বাজার তদারক কমিটির সেক্রেটারী তরুণ সমাজকর্মী আজমল হোসেন মিঠু বলেন, রানীগঞ্জ বাজার ছিল এক সময়ের নৌ -বন্দর। কালের বির্বতনে বাজারটি ঐহিত্য হারাতে বসেছিল। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্ঠায় এখন আঞ্চলিক এই মহাসড়কটি চালুর মাধ্যমে রানীগঞ্জ বাজার আবার জেগে উঠেবে বলে বিশ্বাস করি।রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী জানান, রানীগঞ্জবাসীর দুর্ভোগ আর কষ্টের দিন শেষ হয়েছে। রানীগঞ্জ বাজারের ফেরী সার্ভিস চালু ও মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে রানীগঞ্জের উন্নয়ন নব দিগন্তের সৃষ্টি করলেন আমাদের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এজন্য আমরা কৃতজ্ঞ। রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মোতাহির আলী জানান, রানীগঞ্জতথাজগন্নাথপুর উপজেলাবাসীর জন্য বড় অর্জন। তাই আমরা আমাদের নির্বাচিত সংসদ সদস্য ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। একই অভিমত ব্যক্ত করে মাহমুদুল হাসান হিবলু বলেন, রানীগঞ্জের চেহারা বদলে যাওয়ার দৃশ্যপট শুরু হয়েছে। কুশিয়ারা নদীতে সেতু নির্মাণের পূর্বে ফেরী পারাপার আমাদেরকে আশা জাগিয়েছে। রানীগঞ্জের বাসিন্দা যুবলীগ নেতা সালেহ আহমদ বলেন, এই দিনটির জন্য আমরা দীঘদিন ধরে অপেক্ষা করছিলাম। আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় আমরা খুশি। রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন,রানীগঞ্জে ফেরী পারাপারে মাধ্যমে নব দিগন্তের সূচনায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে ঘীরে রানীগঞ্জে এখন উৎসবের আমেজ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com