1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তদন্ত করবে মিয়ানমার সরকার

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রোহিঙ্গাদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তদন্ত করবে মিয়ানমার। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ রোহিঙ্গা বেসামরিক মানুষদের ধরে তাদেরকে লাথি মারছে, প্রহার করছে। তাদেরকে পরে লাইন ধরে বসিয়ে লাথি মারা হয়। এ বিষয়টি সরকার স্বীকার করতে চায় না। তবে শেষ পর্যন্ত তারা এ অভিযোগ তদন্তে রাজি হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারীরা রোহিঙ্গাদের ওপর কিভাবে নির্যাতন করছে। এসব কথা স্বীকার না করলেও প্রথমবারের মতো দেশটির সরকার এ বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা স্বীকার করেছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায় একটি যুবককে তার মাথায় আঘাত করছে পুলিশ। গ্রামের সব পুরুষকে লাইন দিয়ে বসিয়ে রাখা হয়েছে। ওই যুবক হাত উঁচু করে মাথার পিছন দিকে নিয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় অস্ত্রে সজ্জিত পুলিশের পোশাক পরা তিন কর্মকর্তা তার ওপর হামলা চালায়। তাকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে। তারপর তার মুখে বার বার লাথি মারতে থাকে। এরপর তাকে নিয়ে লাইন দিয়ে বসানো অন্যদের কাতারে বসানো হয়। তারপর আবারও প্রহার চলতে থাকে। এ দৃশ্যের ভিডিও ধারণ করেছে জাও মাইও হতিক নামে একজন কনস্টেবল। রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, কোতানকাউক গ্রামে ক্লিয়ারেন্স অপারেশন চালানোর সময় ওই কনস্টেবল ভিডিও ধারণ করেন। রোহিঙ্গাদের অধিকার বিষয়ক একজন কর্মী বলেছেন, এই ভিডিও ফুটেজ সনাক্ত করেছেন এক শরণার্থী। উল্লেখ্য, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার দীর্ঘদিন ধরে রাষ্ট্রহীন রোহিঙ্গাদের ওপর বৈষম্যমুলক আচরণ করছে। বিশ্বে সবচেয়ে নির্যাতিত মানুষের মধ্যে এই রোহিঙ্গারা অন্যতম। এমন নির্যাতনের কারণে গত দু’মাসে সীমান্ত পাড়ি দিয়ে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তাদের ওপর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠদের লুটপাত ও নির্যাতনের ফলে এ পথ বেছে নিতে বাধ্য হয়েছে তারা। তাদের অনেকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগের অসংখ্য অভিযোগ উত্থাপন করেছে। রোহিঙ্গাদের ওপর চালানো এ নির্যাতনের বিষয়টি বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। বিক্ষোভ হয়েছে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিরুদ্ধে। তার নোবেল শান্তি পদক ফিরিয়ে নেয়ারও দাবি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com