1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

লন্ডনে বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিকের ওপর আবারও হামলা

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

যুক্তরাজ্য প্রতিনিধি::বাংলাদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়ে আলোচিত-সমালোচিত এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি এএইচএম শামছুদ্দিন চৌধুরী মানিকের ওপর লন্ডনে আবারও হামলা চালানো হয়েছে। ২১ অক্টোবর বুধবার পূর্ব লন্ডনের ইয়র্ক হলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা পরিদর্শন শেষে তাঁর মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে বিচারপতি এএইচএম শামছুদ্দিন চৌধুরী মানিকের ওপর অজ্ঞাত পরিচয় যুবকরা এ হামলা চালায়। জানা যায়,পূজা পরিদর্শন শেষে ইয়র্ক হল থেকে বেরিয়ে মেয়ে নাদিয়াকে নিয়ে রাস্তা ধরে হাঁটছিলেন বিচারপতি এএইচএম শামছুদ্দিন চৌধুরী মানিক। এসময় হঠাৎ অজ্ঞাত পরিচয় ২-৩ জন যুবক তাঁর কাছে গিয়ে তিনি বিচারপতি মানিক কিনা জানতে চান। ওই যুবকদের আকস্মিক এমন জিজ্ঞাসায় উদ্বিগ্ন হয়ে বিচারপতি মানিক দ্রুত রাস্তার অন্যপাশে চলে গিয়ে পুলিশকে ফোন করেন। তবে, পুলিশ আসার পুর্বেই রাস্তা পার হওয়ার সময়- ঐ যুবকরা তাঁকে কয়েক দফায় কিল-ঘুষি মারে। এর আগে, ২০১২ সালের ২৭ জুন বুধবার লন্ডনের ডেগেনহাম এলাকার গেইল স্ট্রিটের তাঁর বাড়ির সামনে একইভাবে হামলার শিকার হয়েছিলেন বিচারপতি মানিক। ঐ সময়ও অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাঁর উপড় হামলা করে পালিয়ে যায়। উল্লেখ্য বিচারপতি এএইচএম শামছুদ্দিন চৌধুরী মানিক তাঁর কর্মজীবন থেকে অবসর নিয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com