স্টাফ রিপোর্টার –
জগন্নাথপুর উপজেলার হলিমপুর শ্রী শ্রী অনন্ত জিউড় আখড়ার সেবাইত শ্রীল প্রভূপাদ জগদানন্দন দাস বৈষ্ণব মহারাজ (৬৫) পরলোকগমন করেছেন। সকাল ৮টায় আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে আশ্রমেই শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তাঁর মৃত্যুর খবর পেয়ে শত শত ভক্ত অনুরাগীরা আশ্রমে ভীড় করেন। তার শেষ কৃত্যানুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ভক্তরা যোগ দেয়। সরকারি চাকুরী ছেড়ে সংসার জীবন ত্যাগ কর এ মন্দিরে এসে দায়িত্ব গ্রহণ করেন।জীবদ্দশায় তিনি এ মন্দিরের সেবা পরিচালনা করে আসছিলেন।তিনি একজন সাধক পুরুষ ছিলেন। তাঁর অনেক শীয্য রয়েছেন।
Leave a Reply