স্টাফ রিপোর্টার
হাওরাঞ্চলে বাঁধ দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া বরখাস্তকৃত সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দীন ও ঢাকার ঠিকাদার বাচ্চু মিয়াকে সি ডব্লিউ (হাজতি পরোয়ানা) দেখিয়ে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর আমল গ্রহণকারী আদালতে এই দুজনকে হাজির করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শহীদুল আমিন তাদেরকে সুনামগঞ্জ জেল কারাগারে প্রেরণের আদেশ দেন।
গত মাসের ২ তারিখে বরখাস্তকৃত সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দীনসহ ১৫ জন সরকারি কর্মকর্তা এবং ঠিকাদার ও পিআইসি’র সঙ্গে যুক্ত ৬১ জনকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় মামলা (মামলা নম্বর ২, সুনামগঞ্জ সদর থানা) দায়ের করে দুদক। ঐ দিনই ঢাকা থেকে এই দুই জনকে গ্রেপ্তার করে দুদকের
একটি দল। সেই থেকে এরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
সুনামগঞ্জের ৪২ টি বড় হাওর রক্ষা বাঁধের কাজ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এবার এই হাওর গুলোতে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো ৩০ মার্চ এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও কেউ-ই যথাসময়ে কাজ করেনি। বিপর্যয়ের সময়ও ঠিকাদারদের বাঁধের কাছে পাওয়া যায়নি। জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার একাধিকবার যোগাযোগ করেও ঠিকাদারদের উপস্থিত করাতে পারেন নি।
দুদক’র তদন্তে জেলার ৬টি হাওরে কোন কাজই করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply