স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে এক পক্ষের ১৬ আহত ব্যক্তি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১টার দিকে জগন্নাথপুরের তেলিকোনা চন্ডিডর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসি জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলির তেলিকোনা চন্ডিডর এলাকায় কামালী খাল নদী সরকারিভাবে লিজ নেন কাউন্সিলর সুহেল মিয়ার পক্ষের তেলিকোণা গ্রামের নাজির মিয়াগংরা। গতকাল লিজকৃত নদীতে জোরপূর্বকভাবে মাছ ধরতে পাশ্ববর্তী দিরাই উপজেলার ওসনপুর গ্রামের মালিক মিয়া ও জামাল হোসনের পক্ষের লোকজন হামলা চালায়। এতে তাঁদের বাঁধা প্রদান করলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসন্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন। এরমধ্যে জগন্নাথপুরে ২০ জন চিকিৎসা নিচ্ছেন। তাঁরা হলেন, আহতরা হলেন সরিফ উদ্দিন (৪৫), রুবেল মিয় (২২), নাজিম উদ্দিন (৪০), ফখরুল (৪৫), ফারুক মিয়া (৫০), কমর উদ্দিন (২৫), কামরুল ইসলাম (৩০), নুরুল ইসলাম (৪০),আব্দুল মছব্বির (৬০), আতাউর রহমান (২৭), আবুল মূছা (২৫), নবী হোসেন (৪০), রইছ উদ্দিন (৩০), রাজন মিয়া (২৭), আশিকুর রহমান(২৮), ফজর আলী (৪৫), রুনু মিয়া (৫০), মির্জা হোসেন (৩২) আলম মিয়া (৩৫) ও মাহতাব উদ্দিন (৬০)। অপর আহতরা দিরাইয়ে চিকিৎসাধীন রয়েছেন।
লিজকৃত নদীর মালিক পক্ষের নাজির উদ্দিন জানান, বেআইনিভাবে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে লোকজনকে মারধর করে আমাদের ৬ জেলেসহ দুইটি মাছ ধরার নৌকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
অপরদিকে জামাল মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করেও তাঁদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান করে বলেন, ইজারাকৃত নদীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তবে পরিস্থিতি এখন শান্ত।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল সাদাত বলেন, মারামারির ঘটনায় আহত ২০ জনকে আমরা চিকিৎসা দিচ্ছি।
Leave a Reply