1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মুক্তাদীর আহমেদ মুক্তা ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা.... - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

মুক্তাদীর আহমেদ মুক্তা ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা….

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ১০০২ Time View

সিলেটের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের তরুণ প্রজন্মের অগ্রসৈনিক জগন্নাথপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠক লেখক সাংবাদিক মুক্তাদীর আহমেদ মুক্তা স্ব পরিবারে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

‌সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল এমন সংবাদ পেয়ে মনটা বিচলিত হয়ে উঠে। সাথে সাথে মুঠোফোনে খোঁজ নেই। কোভিট উপসর্গগুলো স্বাভাবিক থাকার কিছুটা স্বস্হি পেলেও মুক্তা ভাইয়ের বৃদ্ধবাবা জগন্নাথপুর উপজেলার সুপরিচিত ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কদ্দুস ও মুক্তাভাইয়ের শিশু সন্তানের কথা চিন্তা হলে মনটা বিচলিত হয়ে উঠে। তাঁর সহধর্মিণী কদিন আগে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে থেকে কোভিট চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরিছেন। এমন পরিস্থিতিতে গোটা পরিবার কে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে। সৃষ্টিকর্তার কৃপায় যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসেন এ প্রার্থনা করছি। জগন্নাথপুরবাসীর প্রিয়মুখ
‌মুক্তাদীর আহমেদ মুক্তা কোভিট পরিস্থিতির শুরু থেকে মানবিক সহায়তার হাত বাড়াতে নানা উদ্যাগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে ছিলেন। নিজ উপজেলা থেকে সিলেট শহরে করোনা আক্রান্ত হয়ে যাওয়া  অসংখ্য রাজনৈতিক  শুভাকাঙ্ক্ষীদের সুচিকিৎসা নিশ্চিতে ছুটে চলছেন বিরামহীন। সাধ্যমতো মানবিক সহায়তায় নিয়েও এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন।
‌সচেতনতামুলক লেখা লেখির মাধ্যমে সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তরুণ প্রজন্মের আইডল মুক্তাদীর আহমেদ মুক্তা ভাই স্ব পরিবারে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন জনতার কোলাহলে এমন আকুতি হাজারো মানুষের প্রার্থনায়। মুক্তাদীর আহমেদ মুক্তা ২০০৮ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জনতার ভালোবাসায় বিপুল ভোটে বিজয়ী হয়ে। স্বমহিমায় উদ্ভাসিত মুক্তা ভাই তরুণ ভাইস চেয়ারম্যান হিসেবে নজর কাড়ে সারা দেশে। বাংলাদেশ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ফোরামের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে আইনি জটিলতা থাকায় দীর্ঘদিন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারিভাবে সফর করেছেন বিভিন্ন দেশে।
‌কাজ করে গেছেন অনেক সৃজনশীল। যার ফলশ্রুতিতে স্হান করেছেন মানুষের মনিকোঠায়। তাঁর পদচারণা শুধু রাজনৈতিক অঙ্গনে নয় সামাজিক সাংস্কৃতিক অঙ্গনেও তিনি সরব ভূমিকা রাখছেন।
‌ছাত্র জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে অনেক ঘাত প্রতিঘাত ত্যাগ তিতিক্ষা মোকাবিলা করে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঘনিষ্ট সান্নিধ্য পেয়েছেন প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেন গুপ্ত,হুমায়ুন রশীদ চৌধুরীর মতো ক্ষনজন্মা রাজনীতিবীদদের। নানা সৃজনশীল ও উন্নয়নমুলক কাজ করছেন সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিতও বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর মতো বিচক্ষণ রাজনীতিবীদ ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে। রাজনৈতিক ময়দানে নানা ঘাত প্রতিঘাত ও সড়ষন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাওয়া মুক্তা ভাই মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে স্ব পরিবারে আবারো ফিরে আসবেন স্বমহিমায় মহান সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা করছি। লেখক-অমিত দেব গণমাধ্যম কর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com