স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে পূর্ব বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক গতকাল শনিবার দিবাগত রাতে মারা গেছে। নিহত ওই যুবকের নাম মাজহারুল ইসলাম এমরান (২৬)। তিনি ওই গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোহাম্মদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে সম্প্রতি গ্রামের হাবিবুর রহমান হবি মিয়ার পক্ষের লোকজন ও একই গ্রামের ছইল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে একাধিকবার হামলা, সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ৪ সেপ্টেম্বর ছইল মিয়ার পক্ষের লোকজন স্থানীয় বাজারে হাবিবুর রহমানের পক্ষের মাহজারুল ইসলামের ওপর অর্তকিতভাবে হামলা চালায়। এতে তিনি আহত হয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। গত শনিবার রাতে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টার দিকে ওসমানিতে তিনি মারা যান।
আজ রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোবারক হোসেন জনি জানান, মারামারি ঘটনায় আহতাবস্থায় ওই যুবক ৪ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে একদিন চিকিৎসা শেষে বাড়িতে ফিরে যান। দুই,তিন দিন পর আবার তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তখন আমরা তাকে সিলেটে রেফার্ড করি। গত শনিবার রাতে ১০ টা ৫৫ মিনিটে ওই রোগি ফের হাসপাতালে এলে আমরা তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পরে শুনেছি তিনি মারা গেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ৪ এপ্রিল প্রতিপক্ষের হামলায় ওই যুবক আহত হন। মৃতে্যুর কারণ হামলায় কিনা এবিষয়টি ময়নাতন্তের পর জানা যাবে।
Leave a Reply