1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে ২৭ ঘণ্টা জেরার পর পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে প্রায় ২৭ ঘণ্টা একটানা জেরার পরে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে।

সাবেক এ শিক্ষামন্ত্রীকে শনিবার আদালতে তোলা হবে।
এদিকে গ্রেপ্তার করা হয়েছে তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কেও। তার বাড়ি থেকে বুধবার উদ্ধার করা হয় নগদ প্রায় ২১ কোটি রুপি ও প্রায় ৫০ লাখ রুপির স্বর্ণ।

জানা যায়, সিজিও কমপ্লেক্সে আনার পর মেডিকেল করা হবে তাদের। এরপর তোলা হবে আদালতে।

ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে রিমান্ডে চাওয়া হবে তাদের।
কলকাতায় তদন্ত ও জিজ্ঞাসাবাদে সমস্যা হলে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com