1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

সিলেটে বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম খান সংবর্ধিত

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার- সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রথম কমান্ডার বঙ্গবীর ওসমানী ট্রাস্ট ইউকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম খান কে বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউটের উদ্যাগে এক সংবর্ধনা প্রদান করা হয়। সিলেট শহরের আম্বরখানায় হোটেল পলাশ ইন্টারন্যাশনালের হল রুমে ২ ডিসেম্বর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রথম কমান্ডার বঙ্গবীর ওসমানী ট্রাস্ট ইউকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাজী ইর্শাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দীন এবং বঙ্গবীর ওসমানী জাদুঘর কর্মকর্তা জিয়ারত হোসেন খান। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আকলিছ চৌধুরী সহ সিলেটের বীর মুক্তিযোদ্ধা এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com