স্পোর্টস ডেস্ক;;
রাত পোহালেই শুরু হবে বিশ্বকাপ। কাতারে গিয়ে শুক্রবার প্রথম অনুশীলন সেরেছে আর্জেন্টিনা। দলের সবাই ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত হলেও ছিলেন না প্রাণভোমরা লিওনেল মেসি। কারণ কী? চোট সমস্যা নাকি অন্য কিছু?
বিশ্বকাপের আগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে দুই দফা চোটে পড়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন জাদুকরের ইনজুরি গুরুতর ছিল না। শুক্রবার অনুশীলন না করায় মেসির চোট নিয়ে ফের কানাঘুষা শুরু হয়। আর্জেন্টাইন দৈনিক ওলের খবর, মেসির মতো ট্রেনিং গ্রাউন্ডে আসেননি রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারাদেস, নিকোলাস ওটামেন্ডি ও আনহেল ডি মারিয়া। ওলে জানিয়েছে, চোটজনিত কোনো সমস্যা নয়; অনুশীলনের প্রথম দিনে জিমে ঘাম ঝরিয়েছেন মেসিসহ পাঁচ আর্জেন্টাইন।
এদিকে চোটের কারণে বিশ্বকাপ না খেলতে পারার শঙ্কায় ছিলেন মার্কাস আকুনা ও পাপু গোমেজ। তবে দুই ফুটবলারকে নিয়ে সুসংবাদ দিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে খেলছেন তারা।
বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫-০ গোলের জয়ে জুতসই প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। সে ম্যাচে একটি অ্যাসিস্ট করেন মার্কাস আকুনা। তবে প্রথমার্ধের পরই সেভিয়ার এই লেফট ব্যাককে উঠিয়ে নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ফিটনেসহীনতার কারণে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে স্কোয়াডেই ছিলেন না পাপু গোমেজ। স্কালোনি জানিয়েছিলেন, শতভাগ ফিট নয় আকুনা-গোমেজরা। যেকারণে শুক্রবার তাদের আরেকটি পরীক্ষা করানো হয়।
আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের অনুশীলন শেষে আর্জেন্টিনা কোচ স্কালোনি জানিয়েছেন শতভাগ সুস্থ আছেন মার্কাস আকুনা ও পাপু গোমেজ। চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি জিওভানি লো সেলসোর। একই কারণে ২৬ সদস্যের দল থেকে ছিটকে গেছেন হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস। তাদের বদলি হিসেবে আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে দলে ভিড়িয়েছে আলবিসেলেস্তেরা।
আগামীকাল শুরু কাতার বিশ্বকাপ। ২২শে নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।