জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ওই বাড়ি থেকে ১০ জনকে আটক রা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন বলে জানা গেছে। তাঁদের সঙ্গে তিন শিশুও রয়েছে। গত রাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখার পর অভিযান চালায় সিটিটিসি। এসময় ১০ জনকে আটক করা হয়।
আজ সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী পূর্ব টাট্রিউলি গ্রামে ব্রিফিংয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তিরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য। ওই বাড়ি থেকে বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সিটিটিসি ও কুলাউড়া থানা-পুলিশের একটি দল পূর্ব টাট্রিউলি গ্রামের ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে। আজ সকালে অভিযান শেষে আটক ব্যক্তিদের বাড়ি থেকে বের করে আনা হয়।
সুত্র মানব জমিন