স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান খাশিলা নৃসিংহ জিউর আখড়ায় উন্নয়ন ও পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে এক সভায় সর্বসম্মতিক্রমে শংকর জ্যোতি দে সভাপতি, সজল চন্দ্র দাস কে সাধারণ সম্পাদক ও অজয় বৈদ্য কে কোষাধ্যক্ষ করে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এর আগে কমিটি গঠনপূর্বক আলোচনা সভা কমিউনিটি নেতা ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি শিক্ষক কৃপেন্দ্র রঞ্জন দে, খাশিলা নৃসিংহ জিউর আখড়ার কীর্তন উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষক রূপক কান্তি দে,খাশিলা নৃসিংহ জিউর আখড়ার উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ললিত রঞ্জন দাশ,সহ সভাপতি হরিবল দাশ,সাধারণ সম্পাদক নিকিল পাল, শিক্ষক পিষুষ পাল,বিমল কুমার দাশ প্রমুখ সভায় মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে শংকর জ্যোতি দে কে সভাপতি,সজল চন্দ্র দাস কে সাধারণ সম্পাদক ও অজয় বৈদ্য কে কোষাধ্যক্ষ করে তিন বছর মেয়াদের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।