ছাতক প্রতিনিধি::
ছাতকে বাড়ির পাশে ডুবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু এবং অপর বোন আহত হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মৈশাপুর গ্রামের ময়না মিয়ার মেঝো কন্যা তায়িবা বেগম (০৬) ও ছোট কন্যা তানজিনা(০৪) পরিবারের চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী ডুবার পানিতে পড়ে যায়।
এ সময় ছোট দুই বোনকে উদ্ধার করতে বড় বোন তাফশিয়া বেগম (০৯) পানিতে ঝাঁপ দেয়। এক পর্যায়ে ৩ বোন ডুবার পানিতে তলিয়ে গেলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তায়িবা ও তানজিনার মৃত্যু ঘটে। তারা মৈশাপুর কাজি আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে-গ্রুপের ছাত্রী। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে বইছে শোকের মাতম।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মাইনুল জাকির দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।