জগন্নাথপুর২৪ ডেস্ক::
ছাতকে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭টি বিষধর সাপ ধরেছে সাপুড়ে। গতকাল রোববার সকালে বাস একটি কক্ষ সহ ঝোপঝাড় থেকে এসব সাপ ধরেন সাপুরে বুরহান উদ্দিন জালালী। ৬ জনের একটি সাপুড়ে দল গোখড়া, দাঁড়াইশ, গেছো আলদ, মেছো আলদ সহ বিভিন্ন প্রজাতির ১৭টি বিষধর সাপ ধরে। এসময় আশপাশের লোকজন সাপ দেখে ব্যবসায়ীর বাসায় এসে ভিড় করে।
গৃহকর্তা ব্যবসায় ফজলু মিয়া চৌধুরী জানান, ছোট বাচ্চারা বাড়ির আশেপাশে সাপ দেখেছে বলে প্রায় বলে থাকে। বিষয়টি আমলে নিয়ে ছাতক শহরের বেঁদে পল্লীর সাপুড়ে সর্দারকে তিনি খবর দেন। সাপুড়ে সর্দার বুরহান উদ্দিন জালালী তার সহযোগিদের নিয়ে একে একে ১৭টি বিষধর সাপ ধরেন।