1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

জগন্নাথপুরের কেশবপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় আটক -৩ মহিলা

  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর পৌরএলাকার কেশবপুর গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ তিনজন নারীকে আটক করেছে। আটককৃতরা হলেন কেশবপুর গ্রামের গজম্বর আলীর মেয়ে সাহিমা বেগম (২৫), একই গ্রামের ছালিক মিয়ার স্ত্রী সৈয়দা আমেনা বেগম (৩৮) ও আলেক মিয়ার স্ত্রী সুহেনা বেগম (৩৫)। পুলিশ শনিবার রাতে তাদেরকে আটক করে

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোঃ মাইনুল জাকির জানান, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
পৌরএলাকার কেশবপুর উত্তর পাড়া গ্রামের নুর মিয়াসহ গ্রামের বেশ কয়েকজন লোকজন মিলে বিদ্যুতের লাইন স্থাপন করে বিদ্যুত ব্যবহার করে আসছিলেন। ওই লাইন থেকে একই গ্রামের আলাউদ্দিন গ্রামের কাউকে কোন কিছু না জানিয়ে বিদ্যুতের লাইন নিজ বাড়িতে নিতে গেলে এ নিয়ে প্রথমে নুর মিয়া ও আলাউদ্দিনের মধ্যে শনিবার রাত সাড়ে আট টার দিকে কথাকাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপযার্য়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নুর মিয়া (৫৫) নিহত হন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন নিহতের স্ত্রী ছমকতেরা বিবি (৪০) ও তার পুত্র সালেহ মিয়া (১৭)। তাদেরকে আশংকাজন অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com