স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক দুইবারের কাউন্সিলর লুদুপুর গ্রামের বাসিন্দা মামুন আহমেদ (৪২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার রাতে তিনি ব্রেইন স্ট্রোক করলে তাকে দ্রুত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বাদ আছর নিজ গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাউন্সিলর মামুন আহমদের মৃত্যু শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন, মিজানুর রহমান ভূঁইয়া, কাউন্সিলর শাহীন আহমদ, জিতু মিয়া, আলাল হোসেন, কামাল হোসেন, শফিকুল হক শফিক, কৃষ্ণ দাস, সুহেল আহমদ, সাফেরোজ ইসলাম, ছমির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।