স্টাফ রিপোর্টার:
:জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসায় বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী সৈয়দ কাওসারের ‘অতীতের দিনগুলি’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৯ জুলাই) সকাল ১১টায় মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবীদ ও লেখক লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এর সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, বিশিষ্ট সাংবাদিক, আব্দুস সবুর মাখন, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এড. মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট কবি ও ছড়াকার সৈয়দ ওবায়দুল হক ও বিশিষ্ট কবি মোঃ আব্দুল হাদী তুহিন। প্রধান বক্তা ছিলেন চৌধুরী আমির হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন অতীতের দিনগুলি বইয়ের লেখক বিশিষ্ট সাংবাদিক সৈয়দ কাওসার। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউপি সদস্য সৈয়দ মুরাদ, সৈয়দ হিলাল ও সৈয়দ তানিন। অনুষ্ঠানে অন্যান্যোদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, প্রভাষক এ ডি এম ফখর উদ্দিন, প্রভাষক আজমান আলী, প্রভাষক মোঃ খাদীমুল বাশীর মিঞা, প্রভাষক মোঃ রবিউল ইসলাম। তা ছাড়া সৈয়দ শাহ শামছুদ্দিন রহ. দারুল হাদীস মাদরাসার মুহতামীম হাফিজ মাও মুহিবুর রহমান, লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মাজহারুক ইসলাম, সাধারণ পাঠাগার সৈয়দপুরের পরিচালক মোঃ নূরুজ্জামান, মাওলানা সৈয়দ আশফাক হোসেন চৌধুরী, মাওলানা সৈয়দ সাইফুদ্দীন, মাওলানা সৈয়দ মাকসুদ আলী, হাফিজ সৈয়দ আবসার আহমদ, মাওলানা সৈয়দ মনিরুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের সমন্বয়ে অতীতের দিনগুলি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।