স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহেরে হলি চাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের পরিচালনা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় স্কুলের অফিস কক্ষে নতুন কমিটি গঠনের উপলক্ষে পরিচালনা কমিটির সভাপতি হাসির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বেলালের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শিক্ষক আসিকুর রহমান,লক্ষী দেবী,সাদমিন আক্তার,জুনেদ আহমদ ভূঁইয়া, মকবুল হোসেন ভূঁইয়া, ইয়াহদি সারোয়ার লিমান, শহিদ মিয়া ভূইয়া, মতিউর রহমান বিপ্লব, রুবেল আহমদ ভূঁইয়াসহ আরো অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে রুবেল আহমদ ভূইয়াকে সভাপতি ও মুহাম্মদ জামাল উদ্দিন বেলালকে সাধারণ সম্পাদক করে আগামী ২০২৫-২০২৬ সালের জন্য নির্বাচিত করে ১০ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও অভিভাবক সদস্য জুনেদ আহমদ ভূঁইয়া ও মকবুল হোসেন ভূইয়া,শিক্ষানুরাগী সদস্য ইয়াহদি সারোয়ার লিমান, ভূমিদাতা সদস্য আল আমীন ও শহিদ মিয়া ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি সদস্য মতিউর রহমান বিপ্লব, সদস্য সিজিল মিয়া,সম্মানিত সদস্য মোহাম্মদ হাসির আলী নির্বাচিত হন।