1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে আগুনে পুড়ে গেল চারটি ঘর - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

জগন্নাথপুরে আগুনে পুড়ে গেল চারটি ঘর

  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের চারটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, নাদামপুর গ্রামের আশিক আলীর বাড়িতে তাঁর মেয়ে সাজনা বেগম পরিবার নিয়ে বসবাস করতেন। গত এক সপ্তাহ আগে সাজনা বেগম বসত ঘরটি তালা দিয়ে স্বামী বাড়িতে চলে যান। রোববার রাত ৮টার দিকে হঠাৎ করে ওই ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখনতে পান আশিক আলী। এসময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে সাজনা বেগমের দুটি কক্ষ ও পার্শ্ববর্তী আব্দুল জলিলের গরু ঘর এবং লাকড়ির ঘর হিসেবে ব্যবহৃত দুটি কক্ষ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত সাজনা বেগম বলেন, কিভাবে আগুন লেগেছে জানিনা। ঘরটি তালাবন্ধ ছিল। সবকিছু পুড়ে গেছে। সবমিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com