স্টাফ রিপোর্টার::
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তবে দ্বিতীয় অধিবেশন স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষশেষ হয়নি।
এদিকে একটি কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতবৃন্দ কমিটি গঠন নিয়ে বৈঠক বসেন। তবে কমিটির ঘোষনা না করেই তাঁরা জগন্নাথপুর ত্যাগ করেন।
এবিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন জানান, রাতে প্রেসকে কমিটির বিষয়টি জানানো হবে।