স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির নানা জটিলতার কারণে আড়াই মাস ধরে বেতন পাচ্ছেন না মাধ্যমিক স্তরের শিক্ষকরা। গতকাল সোমবার পর্যন্ত বেতন উত্তোলন করতে না পারায় বিপাকে পড়েছেন বেতন না পাওয়া প্রায় ২৫০ শিক্ষক। এতে তাদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
উপজেলার গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু চন্দ্র সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, গত নভেম্বর মাসে বেতন পেয়েছিলাম।এরপর থেকে আর বেতন পাইনি। ব্যাংকিং সমস্যায় আড়াই মাস হলেও ব্যাংকের দায়িত্বশীলরা সমস্যাটি সমাধান করতে পারেন নি। আমরা শিক্ষকদের মাসিক এ বেতন ছাড়া চলার মত আর কিছু নেই। বেতন না পেয়ে অনেক শিক্ষকদের পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হচ্ছে।
রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকির বলেন, উপজেলার প্রায় ২৫০ জন শিক্ষক গত আড়াই মাস ধরে বেতন পাচ্ছেন না। কোন তথ্যগত অসংগতির কারনে ইএফটিতে বেতন না দিতে পারলে আগের পদ্ধতিতে বেতন পরিশোধ করা হোক। পরে তথ্য সংশোধন সাপেক্ষে ইএফটিতে দেয়া যেতে পারে।
এ ব্যাপারে জনতা ব্যাংক জগন্নাথপুর উপজেলার শাখার ব্যবস্থাপক ইমন চন্দ্র দাস মুঠোফোনে বলেন, এটি টেকনিক্যাল সমস্যা। ইএফটিতে বেতন চালু হওয়ায় অনেক শিক্ষকরা ভুল করে অনলাইনে না দিয়ে নরমাল দেওয়ায় এ সমস্যা হচ্ছে। তবে আমরা সমাধানে কাজ করছি।
এদিকে, গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ব্যাংক কর্মকর্তা ও ভুক্তভোগী শিক্ষকদের নিয়ে বিষয়টি সমাধানে আলোচনা করেন ইউএনও বরকত উল্লাহ। তিনি বলেন, ব্যাংক কর্মকর্তা তিনদিনের সময় নিয়েছেন। আইবাসে (সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি) হয়ত একটু সমস্যা রয়েছে। প্রয়োজনী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ঢাকায় গিয়ে সমস্যাটি সমাধান করা হবে।#