স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কলেজগুলোতে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে।
আজ রোববার প্রকাশিত ফলাফলে এমন তথ্য পাওয়া গেছে॥
উপজেলা মাধ্যমিক কার্যালয় সূত্রে গেছে, উপজেলার ১০টি কলেজে থেকে এক হাজার ৯০৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক হাজার ২৩৮ জন কৃতকার্য হয়েছেন। এরমধ্যে সৈয়দপুর আদর্শ কলেজ থেকে ১৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১২০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অন্যদিকে জগন্নাথপুর সরকারি কলেজ থেকে ৬৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে ২৮৪ জন শিক্ষার্থী। এছাড়া শুধুমাত্র একটি শাহজালাল মহাবিদ্যালয় থেকে ৫টি জিপিএ৫ এসেছে। মোট পাসের ৬৪ দশমিক ৯৫ শতাংশ।
মাদ্রাসায় বোর্ডের অধীনে এ উপজেলার ৭টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেন ৪০৩ জন শিক্ষার্থী। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ২৭ জন। জিপিএ৫ এসেছে দুটি। মোট পাসের হার ৯৩ দশমিক ৩০ শতাংশ।
এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়।
এদিকে, শিক্ষকদের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারেনি বলে অভিযোগ অভিভাবকদের।