স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুকুরের কামড়ে ৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,সাম্প্রতিককালে জগন্নাথপুর উপজেলায় শিয়াল ও কুকুরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। গত ১৫ দিনে ১৫ জন লোক শিয়াল ও কুকুরের কামড়ে আহত হন। তারমধ্যে মঙ্গলবার কুকুরের কামড়ে উপজেলার কেশবপুর গ্রামের মাছুম বিয়া(১৮),এরালিয়া বাজার গ্রামের ছুরত মিয়া(৫০),ভবেরবাজার এলাকার ঝুনু মিয়া (৪৩) চিলাউড়া গ্রামের আরিফা (১৫) হবিবপুর গ্রামের শাহানাজ (২৩) কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাহিন জামান জানান,কুকুরের কামড়ে আহত ৫ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। তিনি বলেন, গত ১৫ দিনে ১৫ জন শিয়াল ও কুকুরের কামড়ে আহত হয়েহাসপাতালে চিকিৎসা দিয়েছেন।